সঠিক উত্তর হচ্ছে: স্বপ্নদর্শন
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম গীতিকাব্য স্বপ্নদর্শন। বিহারীলাল চক্রবর্তী রচিত অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হলো- সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিণী, সারদামঙ্গল, নিসর্গ সঙ্গীত, সাধের আসন ইত্যাদি।
উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।