সঠিক উত্তর হচ্ছে: নেমেসিস
ব্যাখ্যা: ২য় বিশ্বযুদ্ধের সময় পঞ্চাশের মন্বনন্তের প্রেক্ষাপটে লিখা \'নেমেসিস\' নুরুল মোমেন রচিত একটি বিখ্যাত নাটক। এটি ১৯৪৪ সালে শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। তাছাড়া রূপান্তর তার একটি কমেডি নাটক যা আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত হয়। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর]