সঠিক উত্তর হচ্ছে: সাড়ে ৪৬টি
ব্যাখ্যা: চর্যাপদের কয়েকটি পাতা নষ্ট হয়ে যাওয়ায় সাড়ে ৪৬ টি পদ আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ, চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ৪৬ টি। ২৩ এর অর্ধেক, ২৪,২৫ ও ৪৮ সংখ্যক পদ পাওয়া যায়নি। সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদসংখ্যা ৫১ টি। কিন্তু শহীদুল্লাহর মতে, চর্যাপদের পদসংখ্যা ৫০ টি। চর্যাপদে ৬ টি প্রবাদ বাক্য পাওয়া যায়।