সঠিক উত্তর হচ্ছে: শিলাইদহ
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর \"সোনার তরী\" শিলাইদহে রচনা করেন।\n\nসোনার তরী হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এটি ১৩০০ বঙ্গাব্দে (১৮৯৪ খ্রীস্টাব্দে) প্রকাশিত হয়।\n\nছন্দ- মাত্রাবৃত্ত; ৮ মাত্রার মাত্রাবৃত্ত, পূর্ণ পর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব ৫ মাত্রা\n\nকবিতাটি অক্ষরবৃত্ত মনে হতে পারে। কিন্তু শেষ স্তবকের ‘শূণ্য\' শব্দটি দেখিয়ে দেয়, এটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। \'শূণ্য\' মাত্রাবৃত্তে ও মাত্রা, অক্ষরবৃত্তে ২ মাত্রা। সেই হিসাবে অক্ষরবৃত্ত হলে ১ মাত্রা কম পড়তো।\nতথ্যসূত্রঃ জিজ্ঞাসা,সৌমিত্র শেখর