সঠিক উত্তর হচ্ছে: ১ বছরের মধ্যে
ব্যাখ্যা: শিশুকে ১ বছরের মধ্যে সবধরণের টিকা দিতে হয় ।৬, ১০ ও ১৪ সপ্তাহে শিশুকে পোলিও টিকা (মুখে খাওয়ার ওপিভি), পেনটা ইনজেকশন (ডিপথেরিয়া, হুপিংকাশি, টিটেনাস, হেপাটাইটিস ও ইনফ্লুয়েঞ্জা—এই পাঁচ রোগের সম্মিলিত টিকা) দিতে হবে। নিউমোনিয়ার টিকা (পিসিভি ইনজেকশন) দিতে হবে ৬, ১০ ও ১৮ সপ্তাহে। * পোলিওর ইনজেকশন টিকা দেওয়া হয় ১৪ সপ্তাহে।\n