সঠিক উত্তর হচ্ছে: দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা: ঘড়ির কাটার বিপরীত পাশে ১৩৫° ঘোরার পর ঘড়ির কাটার দিকেই ১৮০° ঘোরা অর্থ ঘড়ির কাটার দিকেই ১৮০°-১৩৫° =৪৫° ঘোরা বোঝায়। এখন দক্ষিণ দিকে চলা অবস্থায় ঘড়ির কাটার দিকে ৪৫° ঘুরলে যে দিকটি হয় তার নাম দক্ষিণ পশ্চিম দিক। যেমন ৬ টা এর দাগ থেকে ৯ টার দাগের মাঝে।