নিচের অপশন গুলা দেখুন
- কাহিনিকাব্য
- সংগীতকাব্য
- পালাকাব্য
- গীতিকাব্য
- পনের শতকের উল্লেখযোগ্য কবি শাহ মুহম্মদ সগীর ছিলেন - রোমান্টিক প্রণয়োপাখ্যানের আদিকবি।
- ইউসুফ-জুলেখা তার রচিত একটি কাহিনি কাব্য।
- টি তিনি পারস্যের ফারসি ভাষার কবি জামী রচিত \'\'ইউসুফ ওয়া জুলায়খা\'\' থেকে অনুবাদ করেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালে এ গ্রন্থে রচিত হয়েছিল বলে প্রমাণ মিলেছে।
- সে বিচারে এ কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।