সঠিক উত্তর হচ্ছে: চ্যুতি-স্তূপ পর্বত
ব্যাখ্যা: ভূ-আলোড়নের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তরে সংকোচন ও প্রসারণের মাধ্যমে সৃষ্ট পর্বত চ্যুতি-স্তূপ পর্বত নামে পরিচিত।চ্যুতি-স্তূপ পর্বতের মধ্যে রয়েছে:- ব্ল্যাক ফরেস্ট (জার্মানি), বিন্ধ্যা পর্বত (ভারত), সাতপুরা পর্বত (ভারত), লবণ পর্বত (পাকিস্তান)। [তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী]