সঠিক উত্তর হচ্ছে: গোত্র
ব্যাখ্যা: কুল (বিশেষ্য):
অর্থ:
১. বংশ; গোষ্ঠী; গোত্র
২. আভিজাত্য; বংশমর্যাদা; কৌলীন্য ইত্যাদি।
অন্যদিকে,
কূল শব্দের প্রতিশব্দ হলো : তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পুলিন, পাড়
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০২১ সংস্করণ) ও বাংলা একাডেমি অভিধান।