সঠিক উত্তর হচ্ছে: কিতাবুল হিন্দ
ব্যাখ্যা: আল বেরুনী ছিলেন মধ্যযুগের বিশ্বখ্যাত আরবীয় শিক্ষাবিদ ও গবেষক।\n\nতিনি অত্যন্ত মৌলিক ও গভীর চিন্তধারার অধিকারী ছিলেন।\n\nতার পূর্ণ নাম \"আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি\"।\n\nতার রচিত গ্রন্থ হলো - কিতাবুল হিন্দ।\n\nশহরের বাইরে বসবাস করতেন বলে সাধারণভাবে তিনি আল - বেরুনি নামে পরিচিত। রুশীয় তুর্কিস্তানের খিওয়ায় এটি অবস্থিত ছিল।\n\nশহরটি খাওয়ারিজিমের রাজধানীর কাছে ছিল। বর্তমানে শহরটি নদীতে বিলীন হয়ে গিয়েছে।\n\nএখন এ স্থানটি আল - বিরুনি শহর নামে অভিহিত।