সঠিক উত্তর হচ্ছে: সম্ + গীত
ব্যাখ্যা: ‘সংগীত\' এর সন্ধি বিচ্ছেদ-সম্+গীত।\n\'ম\'-এর পরে কোনো বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি আসলে \'ম\' তার পরের ধ্বনির নাসিক্য ধ্বনি হয়ে যায়।\nঅর্থাৎ, \'ম\'-এর পরে যে বর্গীয় ধ্বনি আসে, \'ম\' সেই ধ্বনির বর্গের পঞ্চম ধ্বনি হয়ে যায়।\n\nসম+চয় = সঞ্চয়,\n\nসম+দর্শন = সন্দর্শন।\n\nউল্লেখ্য, আধুনিক বাংলায় \'ম\'-এর পরে ক-বর্গীয় ধ্বনি থাকলে ক-বর্গের নাসিকা/ পঞ্চম ধ্বনি \'ঙ\'-র বদলে \'ং\' হয়। যেমন, \'সম+গত\'-এ \'ম\' ও \'গ (ক-বর্গীয় ধ্বনি) সন্ধি হয়ে \'ম\', \'ঙ\' না হয়ে \'ং\' হয়ে \'সংগত।\n\n[তথ্যসূত্রঃ নবম-দশম শ্রেনীর বাংলা ব্যাকরণ]