সঠিক উত্তর হচ্ছে: লোথালা
ব্যাখ্যা: লোথাল হল প্রাচীন সিন্ধ সভ্যতার একেবারে দক্ষিণ-পূর্ব দিকের প্রধান শহর ও বন্দর। এটি বর্তমান গুজরাত রাজ্যের ভাল প্রদেশ নামক এলাকায় অবস্থিত। এখানকার বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এক বিরাট শহর। এই বন্দর শহরটি ৩৭০০ খ্রিষ্ট পূর্বে সিন্ধ সভ্যতার অংশ ছিল।