সঠিক উত্তর হচ্ছে: কিউবা
ব্যাখ্যা: বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি। জাতিসংঘভুক্ত ৫টি দেশ বিশ্বব্যাংকের সদস্য নয়।এগুলো হলো: কিউবা, অ্যান্ডোরা, উত্তর কোরিয়া, লিচেনস্টাইন এবং মোনাকো। এছাড়া ফিলিস্তিন এবং ভ্যাটিকান সিটিও বিশ্বব্যাংকের সদস্য নয়। কসোভো জাতিসংঘের সদস্য না হলেও বিশ্বব্যাংকের সদস্য।বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে। IBRD এর সর্বশেষ সদস্য নাউরু (১২ এপ্রিল ২০১৬)। IDA এর সদস্য সংখ্যা ১৭৩টি।[তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট]