এনজিও ব্যবসার একমাত্র উপাদান হলো দারিদ্র্যতা,শিক্ষিত বেকার যুবক সমাজ।আর প্রকারান্তে কতিপয় ব্যতিক্রম বাদে তাদের প্রধান উদ্দেশ্যই হলো দারিদ্র্য বিমোচনের নামে রমরমা সুদের ব্যবসা করে অতি মুনাফা অর্জন করা উদ্দেশ্য নয়।তাদের প্রকৃত উদ্দেশ্য কি, সে ব্যাপারপ সরকার জ্ঞাত আছে কিনা তা আমরা জানিনা।