সঠিক উত্তর হচ্ছে: PC-DOS
ব্যাখ্যা: একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে। একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।যেমন- CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে।যেমন- Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।সার্ভার কম্পিউটারের অপারেটিং সিস্টেম মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম\n[Source: wwww.wikipedia.org]