সঠিক উত্তর হচ্ছে: জাইলেম কলা
ব্যাখ্যা: উদ্ভিদের মূল হতে পানি ও খনিজ লবণ জাইলেম কলা পাতায় পরিবহন করে।পানি অন্তঃত্বক ও পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছে বা জাইলেম কলার ভেসেলে পৌঁছায় । আর এই জাইলেম কলার মাধ্যমে পানি উপরের দিকে ও পাশের দিকে প্রবাহিত হতে থাকে, এভাবে পানি বিভিন্ন শাখা প্রশাখা হয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে যায়।