সঠিক উত্তর হচ্ছে: ১৯১৪
ব্যাখ্যা: \"আনোয়ারা\" উপন্যাসটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। গ্রামীন জীবনের পটভূমিকায় মুসলিম সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক চিত্রের আলোকে নজিবর রহমান রচনা করেন তার বিখ্যাত উপন্যাস \"আনোয়ারা\"। সত্যের জয় এবং অসত্যের পরাজয়, প্রেম, বিরহ, দাম্পত্য, জীবনের নানা সংকট ও সেই সংকট থেকে উত্তরণ এ উপন্যাসের মূল সুর। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]