নিচের অপশন গুলা দেখুন
- পূর্ণিমা তিথিতে
- সপ্তমী তিথিতে
- অমাবস্যা তিথিতে
- সপ্তমী ও অষ্টমী তিথিতে
অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পার্শ্বে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পার্শ্বে চাঁদ ও অপর পার্শ্বে সূর্য অবস্থান করে। ফলে এ দুই তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে তেজ কটাল ভরা কটাল বলে।
সপ্তমী ও অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করার ফলে চন্দ্রের আকর্ষণে চাদের দিকে জোয়ার হয়। কিন্তু একই সময়ে সূর্যের আকর্ষণের জন্য এ জোয়ারের বেগ কত প্রবল হয় না। এরূপ জোয়ারকে মরাকটাল বলে।