সঠিক উত্তর হচ্ছে: তৎপুরুষ
ব্যাখ্যা:
পূর্বপদে ৬ষ্ঠী বিভক্তি \'র\', \'এর\' লোপে যে সমাস হয়, তাকে ৬ষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
যেমনঃ
জাঁহাপনা = জাহানের পনা(প্রভু)।
জলোচ্ছ্বাস = জলের উচ্ছ্বাস
ছাত্রাবাস = ছাত্রের আবাস।
কর্মকর্তা = কর্মের কর্তা।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ