নিচের অপশন গুলা দেখুন
- MERCOSUR
- NPT
- SEATO
- SALT
Southeast Asia Treaty Organization (SEATO) ম্যানিলাতে ৮ সেপ্টেম্বর, ১৯৫৪ সালে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গঠিত হয়। ১৯ ফেব্রুয়ারি, ১৯৫৫ সালে চুক্তিটি কার্যকর হয়।
দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সমাজতন্ত্রের আগ্রাসন রুখতে এই সামরিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিলো। ১৯৭৭ সালের ৩০ জুন চুক্তিটি বাতিল হয় এবং সিয়াটো বিলুপ্ত হয়।
এটি একটি প্রতিরক্ষা চুক্তি এবং এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমাজতন্ত্রবিরোধী একটি সামরিক জোট গড়ে উঠে।
Source: britannica.com
উল্লেখ্য, NPT ও SALT - নিরস্ত্রীকরণ চুক্তি এবং MERCOSUR দক্ষিণ আমেরিকার দেশ সমূহের অর্থনৈতিক সহোযোগীতা চুক্তি।