সঠিক উত্তর হচ্ছে: কৃষি
ব্যাখ্যা: কৃষি খাত বাংলাদেশের অর্থনীতিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত । 2008-2009 অর্থবছরে জিডিপিতে এর অবদান ছিল 20.60 শতাংশ 2009-10 অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের অবদান 20.29 শতাংশ জিডিপিতে কৃষি খাতের সরাসরি অবদান সামান্য হ্রাস পেলেও সার্বিক জিডিপিতে এর অবদান অব্যাহত রয়েছে। 2014-15 অর্থবছরে কৃষি খাতের অবদান 15.96% কৃষি খাতের প্রধান প্রধান রপ্তানি পণ্য যেমন, হিমায়িত খাদ্য কাঁচা পাট,পাটজাত দ্রব্য চা ছাড়াও সরকার অপ্রচলিত কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে পদক্ষেপ নিয়েছে।