নিচের অপশন গুলা দেখুন
- Machine language
- C
- Python
- Java
যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি\r\n\r\nকোডে লেখা হয় তাকে Machine language বলে। কারণ, ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা যা কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষায় () থেকে 1 এই দুই বাইনারি অঙ্ক অথবা হেক্সা পদ্ধতি ব্যবহার করে সব কিছু লিখা হয়। কম্পিউটার একমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে, অন্যভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিন ভাষায় পরিণত করে নেয়। প্রথম প্রজন্মের কম্পিউটারের সব প্রোগ্রাম একমাত্র মেশিন ভাষাতেই করতে হতো।