সঠিক উত্তর হচ্ছে: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা: \'সাবাশ বাংলাদেশ\' ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু। অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা , বিজয় উল্লাস, স্বাধীনতার সংগ্রাম প্রভৃতি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত। \'স্মরণ\' ভাস্কর্য অবস্থিত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং \'সংশপ্তক\' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।