সঠিক উত্তর হচ্ছে: শহীদ মিনার
ব্যাখ্যা: → একুশের রাতেই রাজশাহী কলেজ চত্বরে একুশের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়।\r\n→ ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার : ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলের সামনে যে স্থানে পুলিশ গুলি বর্ষণ করেছিল সেই স্থানে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার নির্মাণ করেছিল। শহীদ মিনারটি ছিল ১০ ফুট উঁচু আর ৬ ফুট চওড়া। শহীদ মিনারটির ডিজাইনার ছিল ডা. বদরুল আলম।\r\n→ ২৪ ফেব্রুয়ারি শহীদ মিনারটি উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান। পুলিশ শহীদ মিনারটি ভেঙ্গে ফেলার পর দ্বিতীয়বার এটি উদ্বোধন করেন আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন।\r\n→ বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার পরে ১৯৫৭ সালে সরকারিভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে ১৯৬৩ সালে শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ হয় এবং ১৯৬৩ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ বরকতের মা উক্ত মিনারটি উদ্বোধন করেন।\r\n\r\n→ বর্তমান শহীদ মিনারের ডিজাইনার হামিদুর রহমান।\r\n→ ভাষা আন্দোলনের জাদুঘর ১লা ফেব্রুয়ারি, ২০১০ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমীর বর্ধমান হাউজের ২য় তলায় ভাষা আন্দোলনের জাদুঘর উদ্বোধন করেন।