সঠিক উত্তর হচ্ছে: 1983
ব্যাখ্যা: উপজেলা পরিষদ__________\r\n\r\n? ১৯৮২ সালের ৭ নভেম্বর থেকে কার্যকরী অধ্যাদেশ বলে উন্নীত থানা পরিষদ গঠন করা হয়। ১৯৮২ সালে স্থানীয় সরকার অধ্যাদেশ সংশোধন করে ১৯৮৩ সালে বিদ্যমান থানাসমুহকে উপজেলায় উন্নীত করা হয়। \r\n\r\n? ২৬ এপ্রিল, ২০০৯ সালে জাতীয় সংসদে ‘উপজেলা পরিষদ (রহিতকরণ) আইন পুনঃপ্রচলন ও সংশোধন বিল’ পাস হয়। উপজেলা পরিষদ আইন- ২০০৯ অনুযায়ী উপজেলা পরিষদের গঠন- এক জন চেয়ারম্যান, দুই জন ভাইস চেয়ারম্যান, যার মধ্যে এক জন মহিলা হবেন, উপজেলার এলাকাভুক্ত প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সাময়িকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি, উপজেলার এলাকাভুক্ত প্রত্যেক পৌরসভা (যদি থাকে)-এর মেয়র বা সাময়িকভাবে মেয়রের দায়িত্ব পালনকারী ব্যাক্তি, এবং উপ-ধারা (৪) অনুযায়ী সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ। \r\n\r\n? উপজেলা পরিষদের সাচিবিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা পরিষদের ১৪ টি স্থায়ী কমিটি রয়েছে। \r\n\r\n? উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের মেয়াদকাল ৫ বছর।\r\n\r\n? ২৯ নভেম্বর, ২০১১ উপজেলা পরিষদ (সংশোধন) আইন-২০১১ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইন অনুযায়ী উপজেলার মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কিন্তু এর নির্বাহী ক্ষমতা থাকবে উপজেলা চেয়ারম্যানের হাতে। সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা থাকবেন এবং পরিষদ তার পরামর্শ গ্রহণ করবে। পরিষদের বিভিন্ন কমিটির সভাপতি হবেন ভাইস চেয়ারম্যানরা।