সঠিক উত্তর হচ্ছে: ১২
ব্যাখ্যা: প্রতিটি কম্পিউটার কী-বোর্ডের সঙ্গেই এক সেট ফাংশন কী রয়েছে। F1 থেকে F12 পর্যন্ত মোট ১২টি কী যা কী-বোর্ডের একদম উপরে থাকে। প্রতিটি ফাংশন কী এর কাজ রয়েছে, বিশেষ বিশেষ এবং ভিন্ন ভিন্ন কাজ। আপনি যখনই কোনও ফাংশন কী প্রেস করবেন, তখনই সেটি আপনার জন্যে কোন না কোন কাজ করে দেবে।