সঠিক উত্তর হচ্ছে: কাহ্নপা
ব্যাখ্যা: চর্যাপদে সর্বোচ্চ পদসংখ্যা কাহ্নপার। তিনি মোট ১৩ টি পদ রচনা করেছেন। এর মধ্যে ১২ টি পদ পাওয়া গেছে। এগুলো হলঃ ৭,৯,১০,১১,১২,১৩,১৪,১৮,১৯,২৪ (পাওয়া যায় নি),৩৬,৪০,৪২ ও ৪৫ নং পদ। এদিকে দ্বিতীয় সর্বোচ্চ পদসংখ্যা ভুসুকুপার। তিনি মোট ৮ টি পদ রচনা করেন। এগুলো হলঃ ৬,২১,২৩,২৭,৩০,৪১,৪৩ ও ৪৯ নং পদ। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]