সঠিক উত্তর হচ্ছে: চিকিৎসক
ব্যাখ্যা: আবু ʿআলী আল-হোসাইন বিন ʿআব্দিল্লাহ ইবনুল হাসান বিন ʿআলী ইবনে সীনা (আনুমানিক ৯৮০ – ১০৩৭), যিনি ইবনে সিনা, পুর সিনা বা পাশ্চাত্যে আভিসেনা নামেও পরিচিত ছিলেন। তিনি একজন পারসিক মুসলিম বহুবিদ্যাবিশারদ যাঁকে ইসলামি স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী, চিন্তক, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক গণ্য করা হয়।