নিচের অপশন গুলা দেখুন
- শবরপা
- লুইপা
- ঢেণ্টনপা
- ভূসুকুপা
উপরিউক্ত কবিতাংশটি লুইপা রচিত চর্যাপদের প্রথম কবিতার অন্তর্গত।
লুইপাকে চর্যাপদের আদি কবি বলে বিবেচনা করা হয়।
যদিও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও রাহুল সংস্কৃত্যায়ন তাঁকে প্রথম বলে স্বীকার করেন না। কারো কারো মতে উড়িষ্যায় তাঁর জন্ম।
- সংকৃত ভাষায় তিনি চারটি গ্রন্থ রচনা করেন। একটি গ্রন্থের নাম ‘অভিসময়বিঙ্গ।’
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।