সঠিক উত্তর হচ্ছে: সন্ধি
ব্যাখ্যা: সন্নিহিত দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ব অংশে আলোচিত হয়। ধ্বনিগত মাধুর্য এবং স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা সন্ধির উদ্দেশ্য। যেকোনো পদের সঙ্গে সন্ধি হয়ে নতুন শব্দ তৈরি হতে পারে। তবে বাংলা অব্যয় পদের সঙ্গে সন্ধি হয় না।\nযেমনঃ\nসিংহাসন = সিংহ + আসন, আশীর্বাদ = আশীঃ + বাদ, বিপজ্জনক = বিপদ্ + জনক ইত্যাদি \n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]