সঠিক উত্তর হচ্ছে: শুভ + ইচ্ছা
ব্যাখ্যা: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি।‘\nঅ/আ’ এরপরে ‘ই/ঈ’ থাকলে উভয় মিলে ‘এ’ হয়। এ- কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। \nযেমনঃ অ+ই = এ, শুভ + ইচ্ছা = শুভেচ্ছা\n[ তথ্যসূত্রঃ নবম- দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ]\n