ব্যাখ্যা: বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল— ১২০১--১৩৫০। প্রাচীন যুগ --(৬৫০--১২০০), মধ্যযুগ (১২০১--১৮০০ ), আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত। কিন্তু এই যুগ বিভাগের মধ্য ১২০১--১৩৫০ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।