সঠিক উত্তর হচ্ছে: রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: পঙক্তি দুটো ররবীন্দ্রনাথ ঠাকুরের \'দুই বিঘা জমি\' নামক কবিতা থেকে নেয়া হয়েছে। ‘দুই বিঘা জমি’ একটি কাহিনি-কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কথা ও কাহিনি’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো : ‘মানসী’, ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘বলাকা’, ‘কল্পনা’, ‘ক্ষণিকা’, ‘সেঁজুতি’, ‘পুনশ্চ’, ‘নৈবেদ্য’, ‘পূরবী’ ও ‘মহুয়া’।\n[তথ্যসূত্রঃ সাহিত্যপাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণী]