সঠিক উত্তর হচ্ছে: নরকে লাল গোলাপ
ব্যাখ্যা: \'নরকে লাল গোলাপ\' আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটক- মায়াবী প্রহর, মরক্কোর জাদুঘর, সংবাদ শেষাংশ, ধন্যবাদ ইত্যাদি। ভোরের নদীর মোহনায় জাগরণ, মানচিত্র, লেলিহান পান্ডুলিপি, নিখোঁজ সনেটগুচ্ছ, সূর্য জ্বালার স্বপন ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ। আর শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন তাঁর রচিত উপন্যাস। উৎস: Hello BCS লেকচার।