সঠিক উত্তর হচ্ছে: ট্রান্সফরমার
ব্যাখ্যা: পারস্পরিক আবেশ ব্যবহৃত হয় ট্রান্সফরমারে।\n\nএতে দুটি কুণ্ডলী থাকে।\n\nপ্রথম কুণ্ডলীটিকে মূখ্য কুণ্ডলী এবং দ্বিতীয়টিকে যার মধ্যে তড়িচ্চালক আবিষ্ট হয় তাকে গৌণ কুণ্ডলী বলে।\n\nমূখ্য কুণ্ডলীতে তড়িৎপ্রবাহিত করলে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়।