সঠিক উত্তর হচ্ছে: ব্রহ্মপুত্র
ব্যাখ্যা: তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর উপনদী।\nতিস্তা নদী, যেটি পূর্ব হিমালয় পর্বতমালায় উত্থিত হয় এবং বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটির দৈর্ঘ্য হল 315 কিলোমিটার।\nএটির জলপ্রণালী 12,370 বর্গ কিমি ভূমি জুড়ে বিস্তৃত। উত্তর সিকিম, পূর্ব সিকিম, কালিম্পং জেলা, দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা, এবং রংপো, জলপাইগুড়ি এবং মেখলিগঞ্জ এই সবকটি শহর ভারতে অবস্থিত।\nএটি বাংলাদেশের ফুলছড়িতে যমুনা নদীর সাথে যুক্ত হয়েছে। তিস্তা নদী 7,068 মিটারেরও অধিক পথ ধরে প্রবাহিত হয়, সিকিম হিমালয়ে গিরিখাত এবং নদীপ্রপাতের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়, যেটি পাহুনি হিমবাহ থেকে শুরু হয়েছে।