সঠিক উত্তর হচ্ছে: ট্রাপোস্ফিয়ার
ব্যাখ্যা: ভূ - পৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে ট্রপোমন্ডল বলে।আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ এ স্তরে ঘটে । বায়ুমন্তলের দ্বিতীয় স্তরটির নাম স্ট্যাটোমন্ডল , ওজোনস্তর।বায়ুমন্ডলের এ স্তরে অবস্থিত। তাপমন্ডলের নিম্ন অংশকে আয়নমন্ডল বা আয়নোস্ফিয়ার বলে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে।