নিচের অপশন গুলা দেখুন
- খাগড়াছড়ি
- বান্দরবান
- কক্সবাজার
- রাঙ্গামাটি
বাংলাদেশে মোট ৫০ টি উপজাতি বসবাস করে।
এর মধ্যে ১১(বান্দরবান জেলা ওয়েবসাইট)/১২ (বাংলাপিডিয়া) টি উপজাতি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে।
বান্দরবান জেলায় মোট ১১ টি অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল উপজাতিরই বান্দরবানে বসতি রয়েছে।
এগুলো হলো মারমা, চাকমা, মুরং, ত্রিপুরা, লুসাই, খুমি, বোম, খিয়াং, চাক, পাঙ্খন, তঞ্চঙ্গা। এদের মধ্যে মারমাদের সংখ্যা বেশি।
সূত্রঃ বান্দরবান জেলা ওয়েবসাইট