সঠিক উত্তর হচ্ছে: কপ-২১
ব্যাখ্যা: জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্যারিস চুক্তিকে মানবজাতির জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘এই চুক্তির পথ ধরেই মানবজাতিকে জলবায়ু পরিবর্তনের বিপদ থেকে রক্ষা করা হবে। তবে আমাদের এই পথে আরও অনেক দূর এগোতে হবে।’
এমনকি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ২০২০ সাল থেকে প্রতিবছর ১০ হাজার কোটি ডলার এবং ২০১৬ থেকে ২০২০-এর মধ্যে মোট ১০ হাজার কোটি ডলার দেওয়ার যে অঙ্গীকার শিল্পোন্নত রাষ্ট্রগুলো কানকুন সম্মেলনে করেছিল, তা থেকেও তারা পিছিয়ে এসেছে। চুক্তিতে অর্থায়ন কে করবে, কীভাবে হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই।
এই পরিস্থিতিতে বিশ্বের বেশির ভাগ পরিবেশবাদী সংগঠন ও সংস্থা প্যারিস চুক্তিকে মন্দের ভালো হিসেবে দেখছে। চুক্তিতে এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা দুই ডিগ্রির বেশ খানিকটা নিচে রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এ ছাড়া দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টার কথা বলা হয়েছে। বিশ্বের সব কটি শিল্পোন্নত দেশসহ ১৯০টি দেশ কার্বন নিঃসরণের স্বতঃপ্রণোদিত অঙ্গীকার বা আইএনডিসিকে চুক্তির অংশ হিসেবে অনুমোদন করেছে।