সঠিক উত্তর হচ্ছে: সারদা মঙ্গল
ব্যাখ্যা: বাংলা গীতিকবিতার ভোরের পাখি হিসাবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী। তিনি গীতিকবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু এবং আধুনিক গীতিকবিতার জনক। তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - সারদা মঙ্গল, যা ১৮৭৯ খ্রিস্টাব্দে প্রকাশিত। এটি পাঁচ সর্গে ত্রিপদী দীর্ঘ স্তবকময় লালিত্যপূর্ণ ভাষায় রচিত। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।