সঠিক উত্তর হচ্ছে: ৭/০৩/২০১৬
ব্যাখ্যা: চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু সোমবার দুপুরে মারা গেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতার বয়স হয়েছিল ৫৬ বছর। দুপুরে ধানমন্ডি ৪ নম্বর সড়কে রিকশা করে যাচ্ছিলেন তিনি। এ সময় রাস্তার পাশে থাকা একটি গাছ তাঁর মাথায় পড়ে এবং ওই আঘাতেই মারা যান তিনি। খালিদ মাহমুদ মিঠুর জন্ম ১৯৬০ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। তাঁর প্রথম চলচ্চিত্র ছিল ‘গহীনে শব্দ’। ২০১০ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এই ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন মিঠু। তাঁর পরিচালিত ‘জোনাকির আলো’ও বেশ প্রশংসিত হয়।