সঠিক উত্তর হচ্ছে: পথের দাবী
ব্যাখ্যা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। সব্যসাচী হল এই উপন্যাসের একটি উল্লেখযোগ্য চরিত্র। তার অন্যান্য উপন্যাসগুলো হলঃ বড়দিদি, শ্রীকান্ত, পথের দাবী, গৃহদাহ, দেনাপাওনা, চরিত্রহীন, দেবদাস, বৈকুন্ঠের উইল, পরিণীতা, নিষ্কৃতি, চন্দ্রনাথ, শুভদা, বিরাজবৌ, শেষ প্রশ্ন, নববিধান, শেষের পরিচয়, বিপ্রদাস, দত্তা ও পল্লীসমাজ।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]