ব্যাখ্যা: অনু একটি তৎসম উপসর্গ। অনুশীলন শব্দে অনু উপসর্গটি পৌনঃপুন অর্থে ব্যবহৃত হয়েছে। এরূপ অর্থে গঠিত আরো কয়েকটি শব্দ হলো- অনুক্ষণ, অনুদিন ইত্যাদি। \n[তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।