সঠিক উত্তর হচ্ছে: চীন
ব্যাখ্যা: চীন হচ্ছে সবচেয়ে বড় কার্বন ডাইঅক্সাইড নির্গমনকারী, পৃথিবীর সমগ্র নির্গমনের এক চতুর্থাংশই আসছে চীন থেকে। প্রধানত কয়লা নির্ভরতার কারণে তাদের কার্বন নির্গমন এখনো বাড়ছে। চীন যে কার্বন-নিরপেক্ষ হবার কথা বলছে - তা কি নির্গমন কাটছাঁটের মাধ্যমে অর্জিত হবে, নাকি অন্য কোন পন্থায় হবে - তা তারা এখনো স্পষ্ট করেনি।