সঠিক উত্তর হচ্ছে: আষাঢ়
ব্যাখ্যা: সঠিক বানান হবে আষাঢ়।আষাঢ় বি. 1 বাংলা সনের তৃতীয় মাস; 2 (লক্ষ্যার্থে) বর্ষা (\'আসন্ন আষাঢ় ঐ ঘনায় গগনে\')। [সং. আষাঢ়া (নক্ষত্র) + অ]। আষাঢ়ে বিণ. 1 আষাঢ়মাসে ঘটে এমন (আষাঢ়ে বাদল); 2 অদ্ভুত, মিথ্যা, অলীক (আষাঢ়ে গল্প)।