সঠিক উত্তর হচ্ছে: লিউকোমিয়া
ব্যাখ্যা: ? রক্তে শ্বেতকণিকা বেড়ে যাওয়াকে বলে লিউকোসাইটোসিস। \r\n\r\n? রক্তে শ্বেতকণিকার অস্বাভাবিক বেড়ে যাওয়াকে লিউকেমিয়া বলে। \r\n\r\n? রক্তে শ্বেতকণিকা হ্রাস পাওয়াকে লিউকোপিনিয়া বলে। \r\n\r\n? শ্বেতকণিকা তৈরির প্রক্রিয়াকে বলে লিউকোপোয়েসিস।