সঠিক উত্তর হচ্ছে: ৩০০ টাকা
ব্যাখ্যা: ◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\nলাভের ক্ষেত্রে , \r\n৩৬০০ টাকা চেয়ারের ক্রয়মূল্য হবে।\r\n\r\n২০% লাভে,\r\n১০০ টাকার চেয়ারের দাম = ১২০ টাকা। \r\n\r\nএখন ১২০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = ১০০ টাকা । \r\n⁂ ১ ’’ ’’ ’’ ’’ = ১০০ / ১২০ \r\n⁂ ৩৬০০ ’’ ‘’ ‘’ ‘’ = (১০০×৩৬০০ ) / ১২০ = ৩০০০ টাকা।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆ \r\nআবার, ক্ষতির ক্ষেত্রে, \r\n২০% ক্ষতিতে ১০০ টাকা চেয়ারের বিক্রয়মূল্য =৮০ টাকা \r\n\r\nএখন বিক্রয়মূল্য ৮০টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা \r\n⁂ ’’ ১ ’’ ’’ ’’ ১০০/৮০ টাকা \r\n⁂ ’’ ৩৬০০ ’’ ’’ ’’ (১০০ ×৩৬০০)/৮০ = ৪৫০০ টাকা। \r\n\r\nএখন মোট ক্রয়মূল্য = ৩০০০+৪৫০০ = ৭৫০০ এবং \r\nমোট বিক্রয়মূল্য = ৩৬০০ + ৩৬০০ = ৭২০০ \r\nসুতরাং মোট ক্ষতি ৭৫০০-৭২০০ = ৩০০ টাকা।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\nঅথবা লাভের সময় ৬০০ টাকা লাভ \r\nকিন্তু ক্ষতির সময় ৯০০ টাকা ক্ষতি \r\n\r\nতাই মোটের উপর ক্ষতি ৯০০-৬০০=৩০০ টাকা\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆