সঠিক উত্তর হচ্ছে: কখনই নয়
ব্যাখ্যা:
\n\n
দুটি লাইন সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান থাকবে। যেহেতু লাইন দুটি একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে যাচ্ছে তাই দুটি লাইনের দূরত্ব সর্বদায় ২ মিটার থাকবে অর্থাৎ একে অন্যের সাথে কখনোই মিলিত হবে না।