সঠিক উত্তর হচ্ছে: সালফিউরিক এসিড
ব্যাখ্যা: সাধারণ স্টোরেজ ব্যাটারীতে সিসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো- সালফিউরিক এসিড।\n\nব্যাটারি এক প্রকার তড়িৎ কোষ। স্টোরেজ ব্যাটারীতে অ্যানোড ও ক্যাথোড হিসেবে তামার ও দস্তার পাত পরস্পরকে স্পর্শ না করে সালফিউরিক এসিডে ডুবিয়ে রাখা হয়।