সঠিক উত্তর হচ্ছে: বাসন্তিকা
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র অবস্থায় তিনি \'বাসন্তিকা পত্রিকা\' নামে একটি পত্রিকার সম্পাদনা করতেন বলে জানা যায়। বুদ্ধদেব বসু উচ্চমানের সাহিত্য সম্পাদক হিসেবে খ্যাতি পেয়েছেন। ঢাকার পুরানা পল্টন থেকে তাঁর ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় ১৯২৭ থেকে ১৯২৯ পর্যন্ত সচিত্র মাসিক \'প্রগতি\' পত্রিকার সম্পাদনা করেন।\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]